এখন পর্যন্ত কাতার বিশ্বকাপ নিশ্চিত হওয়া ২০ দল ।
বিশ্বকাপ ফুটবল মানে এক উন্মাদনা। প্রতিটি দলের স্বপ্ন থাকে বিশ্বমঞ্চে অংশগ্রহণ করা। বিশ্বের প্রতিটি মানুষ দলে দলে বিভক্ত হয়ে যায় জন্ম হয় নতুন তর্কে বিতর্কে। ফুটবলারদের তাদের পায়ের শৈল্পিক সৌন্দর্য মানুষকে করে মুগ্ধ। হাজার কোটি মানুষের স্বপ্ন বিশ্বকাপ। প্রতিদিনই থাকে নতুন অঘটনের আশঙ্কায় । প্রতি চার বছর পর পরই শুরু হয় স্বপ্নের বিশ্বকাপ ফুটবল। এখন পর্যন্ত কাতার বিশ্বকাপে ২০ দল বাছাইপর্ব অতিক্রম করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এখনো বাকি আছে ১২ টি দলের বিশ্বকাপে যায়গায় নেয়ার অপেক্ষা । বিশ্বকাপ বাছাই পর্বে সবচেয়ে বড় অঘটন হলো বিশ্ব চ্যাম্পিয়ান ইতালির বিদায়। আন্তঃমহাদেশীয় বাছাইপর্ব স্থগিত হয় উয়েফা ম্যাচ থেকে ৩ দল নিশ্চিত হবে জুনে। তার আগে ১ এপ্রিলের শুরুতে বিশ্বকাপের ড্র গ্রুপ পর্ব। দেখে নেওয়া যায় বিশ্বকাপে বিশ্বকাপ নিশ্চিত করা ২০ দল। স্বাগতিক হওয়ায় তাদের আগেই বিশ্বকাপ নিশ্চিত করে কাতারের তাছাড়া এই তালিকায় আছে কাতার (স্বাগতিক), জার্মানি, ডেনমার্ক, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, জাপান, ইকুয়েডর, উরুগুয়ে ও কানাডা। সবচেয়ে বেশি অংশগ্রহণকারী দল হচ্ছে ইউরোপ থেকে ১৩। দক্ষিণ আমেরিকা থেকে এখন পর্যন্ত নাম লিখিয়েছেন চার দল। মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান থেকে খেলবে ৪ দল। ৫৪টি দল আছে আফ্রিকান অঞ্চলে, এর মধ্যে ৫টি দল সরাসরি সুযোগ পায় বিশ্বকাপে। এশিয়া চারটি দল সরাসরি খেলা বিশ্বকাপ মঞ্চে একটি দল বাছাই পর্ব নিশ্চিত করতে। এশিয়া থেকে বিশ্বকাপ নিশ্চিত করা দল হল ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও জাপান।
