মোশারফ হোসেন রুবেল এর পাশের সাকিবের মোনার্ক মার্ট। মোশারফ হোসেন রুবেল এর উন্নত চিকিৎসার জন্য ১৫ লাখ টাকার সহায়তা করেছেন মোনার্ক মার্ট। তার উন্নত চিকিৎসার জন্য সহায়তা দিয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। যে মানুষটা বাংলাদেশের বিজয়ের জন্য ২২ গজে দাপিয়ে বেড়িয়েছেন সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের কেবিনে। ৩ বছর ধরে চলছে তার এই যুদ্ধ। তার সাথে যুদ্ধে স্বামিল তার স্ত্রী চৈতি। স্বামীর উন্নত চিকিৎসার জন্য লড়ে যাচ্ছেন সকল প্রতিকূলতা সাথে। তিনি বলেন মাশরাফি ভাই সব সময় আমাদের খবর নিত। সব সময় আমাদের পাশে এসে দাড়িয়েছেন এবং সাকিব ভাই ও আমাদের মাঝে-মাঝে খবর রাখেন। সাকিব আল-হাসানের এই আর্থিক সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশবাসীর কাছে মোশারফ হোসেন রুবেল এর জন্য দোয়া চেয়েছেন। মোশারফ হোসেন রুবেল দেশের জার্সি গায়ে ওডিআইতে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৮ সালে ৯ মার্চ।তিনটি আন্তর্জাতিক ম্যাচে ১ উইকেট সংগ্রহ করেন ব্যাট হাতে সংগ্রহ করেন ১৫ রান এই ডানহাতি ব্যাটসম্যান। ঢাকা বিভাগে ২০০১/২০০২ সালে অভিষেক হয় তার। ৩৩ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১২২ উইকের সংগ্রহ, সেরা বোলিং ৯/১০৫। ব্যাট হাতে রান সংগ্রহ করে ৯১১। তার আশা সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন।
