ডারবানের কিংসমিড স্টেডিয়ামে দক্ষিণ আফিকার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চারদিন লড়াই করেও শেষদিনের বাজে ব্যাটিংয়ের কারণে ২২০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।নিজেদের ২য় ইনিংসে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।কিংসমিডের এই মাঠে যা যেকোন ইনিংসে সর্র্বনিম্ন স্কোর। মুলত দুই প্রোটিয়া স্পিনার মহারাজ ও হারমারের কাছেই ধরাশয়ী টাইগাররা মহারাজ ৭টি ও হারমার শিকার করেছেন ৩টি উইকেট।৭০ বছর পর প্রোটিয়া স্পিনাররা প্রতিপক্ষেরর এক ইনিংসে সবকয়টি নিয়েছে। এইটেস্টে বাংলাদেশেে সবচেয়ে বড় প্রাপ্তির নাম মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে তার ১৩৭ রানের ইনিংস টেস্ট ত্রিকেটের বড় বিজ্ঞাপন। প্রথম টেস্ট পরাজয়ের পরও দ্বিতীয় টেস্টে ঘুড়েদাড়ানো আশাবাদ ব্যক্ত করেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,অবশ্যই ঘুড়ে দাড়ানো যাবে।ঘুড়ে দাড়ানো যাবে না কেন?ঘুড়ে না দাড়ানোর কোন কারণ তো নেই।দেখেন আমরা ৫ দিনের ভিতরে চারদিন ভালোই খেলেছি।চতুর্থ দিনের শেষে ও শেষ দিনের শুরুতে আমরা খুব বাজে ব্যাটিং করেছি। এখানেও অনেক ইতিবাচক দিক আছে।যেগুলো দেখলে আমার কাছে মনে হয় আমরা খুব সহজেই আরামেই দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাড়াতে পারবো। তিনি আরোও বলেন, আপনারা যদি দেখেন জয় খুবই ভালো ব্যাট করেছে। লিটন,মিরাজ রাব্বিও ভালো ব্যাট করেছে।বোলাররা খুবই ভালো বল করেছে।টেস্ট ত্রিকেটে আপনারা তো জানেন একদিন স্লিপ করলে করলে সেখান থেকে ব্যাক করা খুবই ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় মানসিকভাবে শক্ত হয়ে আমরা পরের ম্যাচে খুব ভালোভাবেই ফিরে আসবো।
