তরুনদের জাতীয় দলে ঢোকার টোটকা দিলেন তাসকিন আহমেদ বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উন্নতি করা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হচ্ছেন তাসকিন আহমেদ।
দল থেকে বাদ পরে এক সময় অনেক পরিশ্রম করেই ফিরেছেন, তাই দলে ফেরার জন্যে কি দরকার সেটা বেশ ভালোই জানেন তাসকিন। এবার সেই টোটকাই দিলেন তরুনদের উদ্দেশ্যে। ক্যারিয়ারের শুরুতে দলে নিয়মিত থাকলেও এক সময় ইঞ্জুরি, অফফর্ম ও অবৈধ অ্যাকশনে বাদ গেছেন তিনি। তবে আশা হারান নি কখনওই, ফিরে এসেছেন পরিশ্রম করে, নির্দিষ্ট প্রক্রিয়া ও শৃঙ্খলার মধ্য দিয়ে গেছেন। তাই তরুনদের উদ্দেশ্যেও সেই বার্তা তার। তাসকিন বলেন, ‘যারা এখনও জাতীয় দলে খেলেনি, বয়সভিত্তিকে খেলছে সেসব ফাস্ট বোলারদের জন্য মূল বার্তা হল- প্রক্রিয়া আর শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ দল থেকে এক সময় বাদ পরার কারন হিসেবে তিনি মনে করেন এক সময় শারীরিক ও মানসিক ভাবে স্কিলের দিক থেকে পিছিয়ে পরা। এই নিয়ে বলেন, ‘একজন খেলোয়াড়ের সবসময় স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। এক সময় সুযোগ পাইনি। ঐ সময়ে অনেক কষ্ট হত। পরে বুঝলাম, আমি আসলে শারীরিক, মানসিকভাবে, দক্ষতার দিক থেকে পিছিয়ে গেছি।’ সেখান থেকে অবশ্য বদলে নিয়েছেন নিজেকে। করেছেন পরিশ্রম উঠে এসেছেন আজকের জায়গায়। তবে তিনি মনে করেন এখনও শিখার প্রক্রিয়ার মধ্যেই আছেন এই ডানহাতি ফাস্ট বোলার। এই নিয়ে তিনি যোগ করেন ‘তখন আমি ঠিক করেছি- আমাকে এসবে উন্নতি করতে হবে তাহলে সুযোগ মিলবে। সেখান থেকেই নিজেকে পরিবর্তনের ইচ্ছা তৈরি হয়। যদিও এখনও অনেক কিছু শেখার বাকি আছে। এখনও সেই প্রক্রিয়াতেই আছি।
