ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে আগামীকাল সেন্ট লুসিয়ায় খেলতে নামবে বাংলাদেশ। ইতিমধ্যেই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খুবই বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। যে কারণে দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একাদশে। প্রথম টেস্টে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানরা।
টপ অডার ব্যাটসম্যানদের মধ্য সবচেয়ে বেশি ভুগাচ্ছে ৩ ও ৪ নামা দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও সদ্য অধিনায়কত্ব ছাড়া মুমিনুল হক। নিশ্চিতভাবে তাদের মধ্য থেকে কাউকে একাদশ বাদ দেওয়া হবে। সেই হিসেবে নাজমুল হোসেন শান্তর বাদ পড়ার সম্ভবনা বেশি।
পেস ইউনিটেও পরিবতন আসছে নিশ্চিতভাবে। তড়িঘড়ি করে উইন্ডিজে উড়িয়ে নিয়ে যাওয়া শরিফুলের একাদশে থাকাটা নিশ্চিত।তার সাথে বাকি দুই পেসার হিসেবে খেলবেন খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, আনামুল হক বিজয়, মুমিনুল হক, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।