অধিনায়কত্ব ছাড়ার এক ম্যাচ বাদেই একাদশ থেক বাদ পরলেন মুমিনুল

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট স্বাগতিক উইন্ডিজ এর বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে সদ্য সাবেক হওয়া টেস্ট অধিনায়ক মুমিনুল হককে। ৮ বছর পর টেস্টে একাদশে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।

 

গত কিছুদিন ধরে মুমিনুল হকের অফর্ফম নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। মুমিনুল হককে টেস্ট একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে অনেকেই একমত ছিল। আবার কিছু লোক তাকে আরও সুযোগ দেওয়া পক্ষে ছিল। অধিনায়কেত্বের চাপে নাকি মুমিনুল হক পারফর্ম করতে পারছিল না। গত শ্রীলঙ্কা সিরিজ শেষ হবার পরই তিনি অধিনায়কাত্ব থেকে সরে দাড়ান ব্যাটিংয়ে আরও মনযোগ দেওয়া জন্য। কিন্ত অধিনায়কত্ব ছাড়ার এক ম্যাচ পরই একাদশ থেকে বাদ পড়েছেন তিনি।

 

মুমিনুল হকের বর্তমান ফর্ম একাদশে সুযোগ পাওয়া জন্য যথেষ্ট ছিলো না। শেষ ১৭ ইনিংসে মাত্র একবার ফিফটি করেছেন তিনি। শেষ ৯ ইনিংসে একবারও দুই অঙ্ক স্পশ করতে পারেননি মুমিনুল। যার ফল দিতে হলো একাদশে সুযোগ হারিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *