আবারো তিন ফরমেটেই বিশ্বের সেরা এক নাম্বার অলরাউন্ডার হতে যাচ্ছেন সাকিব আল হাসান

একটা সময় তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। টেস্টের প্রতি অনীহা থাকার কারণে খুব বেশি টেস্ট সাম্প্রতিক সময়ে খেলছিলেননা তিনি। যার কারণে টেস্ট অলরাউন্ডার র্র্যাকিংয়ের শীর্ষস্হান হারিয়েছেন তিনি। বর্তমানে টেস্ট অলরাউন্ডার র্র্যাকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

 

ওয়ানডে নিয়মিতই খেলছেন সাকিব আল হাসান। ব্যাট বল পারফর্মও করছেন সমানতালে। যার কারণে ওয়ানডে অলরাউন্ডার র্র্যাকিংয়ে যথারীতি শীর্ষেই আছেন সাকিব আল হাসান। বর্তমানে ৪১৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্হান করেছেন তিনি। দুইয়ে থাকা অাফগান অলরাউন্ডার মোহাম্মাদ নবীর রেটিং পয়েন্ট সাকিব থেকে অনেক কম ৩২৫।

 

ওয়ানডেতে সাকিবের পেছনে থাকলেও টি-টোয়ান্টি অলরাউন্ডার র্র্যাকিংয়ে শীর্ষে রয়েছেন অাফগান অলরাউন্ডার। ২৬৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্হান করছেন তিনি। দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ২৩২।

 

তিন ফরম্যাটেই অলরাউন্ডার র্র্যাকিংয়ে শীর্ষে ফেরার সুযোগ রয়েছে সাকিব আল হাসানের সামনে। চলমান উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসেই অধশতক হাকিয়েছেন সাকিব আল হাসান। বল হাতেও পারফর্ম মন্দ ছিল না। চলমান সেন্ট লুসিয়ার টেস্টে ব্যাট বলে ভালো পারফরমেন্স করলেই জাদেজাকে পেছনে ফেলে শীর্ষে ওঠে আসবেন সাকিব আল হাসান।

 

টি -টোয়ান্টি অলরাউন্ডার র্র্যাকিংয়ে শীর্ষে থাকা নবীর ঘাড়ে নিশ্বাস ফেলছেন সাকিব আল হাসান। নবীর থেকে মাত্র ৩৫ রেটিং পয়েন্ট পেছনে আছেন সাকিব আল হাসান। সামনে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি -টোয়ান্টি সিরিজে ব্যাট বলে জ্বলে ওঠলেই র্র্যাকিংয়েও শীর্ষে ফিরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *