পেসারদের সাথে স্পিনাররা দায়িত্ব নিতে প্রস্তুত জানিয়েছে তাইজুল ইসলাম।সাকিবের অনুপস্থিতিতে চিন্তিত নয় সুযোগ পেলেই সাকিবের চ্যালেঞ্জ দিতে প্রস্তুত এই স্পিনার। ওয়ানডের মতো টেস্টের ইতিবাচক ফলের প্রত্যাশা এমনটাই দল জানিয়েছেন তাইজুল। স্পিন-সহায়ক উইকেট এর প্রশ্নের জবাবে তিনি বলেন যেখানে স্পিন বোলারদের হেলপ আছে সেখানে স্পিন বোলাররা ভালো করবে এটাই স্বাভাবিক যেখানে স্পিড বোলাদের সহায়তা করবে স্পিড বোলাররা ভালো করবে এটাই ত স্বাভাবিক বিষয়। আমার কাছে মনে হয় আমরা টিম তখনই ভালো বোঝোয় যখন সব কন্ডিশনে ভালো খেলব। আমার মনে হয় যেখানে অ্যাডভান্স পাবে সে সেখানে ভালো করতে হবে। উইকের সম্পর্কের প্রশ্নের জবাবে বলেন দেখেন আমাদের দেশে আবহাওয়া এক রকমের এখানে আবহাওয়া আরেকরকম এখানে বাউন্সের আছে এবং বাতাসের বেগ বেশি। সবকিছু মিলিয়ে সেটাপ আমাদের অন্য রকম হবে। সাকিব ভাই নাই সাকিব ভাই ছাড়া তো আমি খেলছি সেখানে সাকিব ভাই থাকার জন্য আমাদের ভারতী দায়িত্ব নিতে হবে। সবাই টেস্ট সিরিজের জয়েন আশাবাদী। প্রথম টেস্ট শুরু হবে ৩১ শে মার্চ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৭ ই মার্চ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ পরাজিত করে বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ জয় করে। এখন দেখার বিষয় জয়ের ধারা ধরে রাখতে পারেন কিনা টিম টাইগার
