সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় দুবির্ষহ এক যাত্রা করেছিল টাইগাররা।
ফেরিতে সেই যাত্রার মাঝ পথে অসুস্হ হয়েছিল দলের অধিকাংশ ত্রিকেটাররা। সেই যাত্রার ছাপ পড়েছিল টাইগারদের প্রথম দুই টি-টোয়ান্টিতে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে এসে ৩৫ রানে হেরেছে টাইগাররা। ডমিনিকায় পাঠ চুকিয়ে টাইগারদের পরের লক্ষ্য গায়ানা। যেখানে সিরিজের শেষ টি -টোয়ান্টি ও ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের সব কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেন্ট লুসিয়া থেকে ডমিনিকায় ফেরিতে যাত্রা করলেও এইবার আর সেই পথে যাচ্ছে না উইন্ডিজ ত্রিকেট বোড।
এইবার আকাশ পথেই ডমিনিকা থেকে গায়ানায় উড়াল দিয়েছে টাইগাররা। উইন্ডিজ সফরের এইবার একের পর এক হতাশার গল্প লিখেই চলছে টাইগাররা। অ্যান্টিগা, সেন্ট লুসিয়া এরপর ডমিনিকা কোথাও কোন সুখস্মৃতি নেই টাইগারদের। এইবার গায়ানাতে ভিন্ন কিছু করতে চাইবে টাইগাররা।
গায়ানাতে সফরটা সুখের হতে পারে টাইগারদের।কেননা নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওডিআই যে অনুষ্ঠিত হবে গায়ানাতে। সেখানে জয়ের মাধমে টেস্ট ও টি -টোয়ান্টি পরাজয়ের দুঃখ ভুলতে চাইবে টাইগাররা।