ক্রিকেটে ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে পুরোবিশ্ব। অথচ, আইসিসির কোনো বড় ইভেন্ট ছাড়া এই দুই দলের খেলা দেখার সৌভাগ্য একেবারেই মেলে না দর্শকদের।
শেষবার গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান, যেখানে ভারতের হার দশ উইকেটে। এরপর পেরিয়ে গেছে অনেকটা দিন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবার আবারো মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। যদিও এশিয়া কাপের সময়সূচীএখনও চূড়ান্ত হয়নি। তবে শ্রীলঙ্কান সংবাদ মাধ্যমের তথ্য মতে, ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এই দুই দল মুখোমুখি হবে পরের
দিন অর্থাৎ ২৮ আগস্ট। ২৮ আগস্ট এই ম্যাচের সম্ভাব্য তারিখ নির্ধারণের কারণ রোববারের ছুটি। ম্যাচ অনুষ্ঠিত হতে পারে সন্ধ্যা ৭টা কিংবা ৮টার দিকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলসহ সম্প্রচারকারী এবং স্ট্রিমাররা পেতে চায় সর্বাধিক টিআরপি। পাশাপাশি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চাওয়া, বহুল প্রতীক্ষিত এই ম্যাচে স্টেডিয়াম থাকুক দর্শকে পরিপূর্ণ। এতে ম্যাচ থেকে সর্বোচ্চ আয় তো হবেই, সাথে অর্থনৈতিকভাবে চরম দুর্দশায় থাকা আয়োজক দেশটিরও লাভের মুখ দেখতে পারবে। ১৬ দিনের এই টুর্নামেন্ট শেষ হবে ১১ সেপ্টেম্বর