দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান মিরাজ

গায়ানায় ওয়ানডে সিরিজ শুরুর আগে বৃষ্টির কারণে বিঘ্ন ঘটেছিল বাংলাদেশের অনুশীলনে। তবে প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ই পেয়েছে তামিম ইকবালের দল। আগামীকাল একই মাঠে লক্ষ্য তাই সিরিজ জয়।

 

মেহেদী হাসান মিরাজ বলছেন, শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চান না তারা। সিরিজ জয় নিশ্চিত করতে চান দ্বিতীয় ম্যাচেই। ৪ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও ২-০ ব্যবধানে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। গায়ানার বোলিং সহায়ক উইকেটে টসে জিতে ফিল্ডিং নিয়ে স্বাগতিকদের অল্প রানেই বেঁধে ফেলার পর কাজটা সহজ হয়ে যায় ব্যাটসম্যানদের।

 

মিরাজদের ভাবনায় এখন স্বাভাবিকভাবেই সিরিজ জয়, ‘শেষ ম্যাচ পর্যন্ত তো অপেক্ষা করতে পারব না। কাল জিতলেই যেহেতু সিরিজ জিতব, একটু নির্ভার থাকতে পারব। অবশ্যই জেতার জন্যই তো খেলব। তবে আরও বেশি ফোকাসড থাকব।’ তবে প্রথম ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজও ছেড়ে কথা বলবে না, বাংলাদেশ দল সেটি জানে। আজ সংবাদ সম্মেলনে মিরাজ সে বিষয়ে বললেন, ‘ওরা ফিরে আসতে চাইবে। ওরা ফিরে আসলেও কীভাবে আসতে পারে, সেগুলো নিয়ে এরই মধ্যে কথা বলেছি। অধিনায়ক মিটিংয়ে কথা বলেছেন। দিনের শেষে ভালো খেলা গুরুত্বপূর্ণ।

 

সবাই নিজেদের কাজটা করতে পারলেই জিততে পারব।’জয়ের জন্য কী করতে হবে, সেটিও মনে করিয়ে দিয়েছেন এ অলরাউন্ডার, ‘জেতার জন্য প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ম্যাচ জিততে হলে যে প্রক্রিয়া—সেটি প্রত্যেক বিভাগেই ভালো করতে হবে। মাথায় অবশ্যই আছে ম্যাচ জেতার (ভাবনা), তবে কীভাবে জিতব, সেটিও মাথায় আছে। সে সব নিয়েই আলোচনা করেছি।’ প্রথম ম্যাচে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি একটি রান আউট করে ম্যাচসেরা হন মিরাজ। তবে বাকি সব বোলারদের কথাই আলাদা করে বললেন তিনি, ‘গায়ানার উইকেটে স্পিনাররা অনেক সহায়তা পেয়েছি। নাসুম ভাই ভালো শুরু করেছে, মোস্তাফিজ উইকেট এনে দিয়েছে। শাই হোপের রেকর্ড আমাদের সঙ্গে ভালো, ফলে ওর উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। আর আমিও চিন্তা করেছি, আমার ভূমিকা গুরুত্বপূর্ণ। মেরিট অনুযায়ী বল করার চেষ্টা করেছি। শরীফুলও অনেক ভালো করেছে। নাসুম উইকেট না পেলেও ভালো করেছে। তাসকিন ভাইও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *