বাংলাদেশের ক্রিকেটের এক ভরসার নাম তামিম ইকবাল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল। রবিবার রাতে ভেরিফাইড ফেসবুক পেইজে এই সিদ্ধান্ত জানান দেশসেরা এই ব্যাটসম্যান। ফেসবুকে তামিম লিখেন, “আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।”
২০২০ সালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে মাঠে নামা হয়নি দেশসেরা ওপেনারের৷ এরপর অনেক বারই টি-টোয়েন্টি সিরিজ থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন নিজের নাম। ইনজুরির কারণে দীর্ঘ দিন মাঠের বাহিরে থাকায় সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। কিন্তু সকলে অপেক্ষায় ছিল কবে ফিরবে তামিম। অবশেষে বিদায় জানালেন তামিম ইকবাল।
২০২২ এর জানুয়ারিতে বিপিএল চলাকালীন গণমাধ্যমকে জানান, ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে থাকছে চান তামিম। যদিও এর মাঝে বেশ কয়েকবার কানাঘুঁষা চলেছে এবং তামিমও মাসখানেক আগে জানিয়েছেন তার সিদ্ধান্তের ব্যাপারে বোর্ড ভালো ভাবেই অবগত। এই বিষয়ে কাথা বাড়াতে রাজি নন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহক।