দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টিতে আশানুরুপ পারফরম্যান্স করতে পারছিলেন না মুশফিকুর রহিম। অবশেষে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েই নিলেন মুশফিক।
রোববার নিজের ফেসবুক ভেরিফাইড পেইজে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহীমের। এরপর ১৬ বছরের ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলে ১৫০০ রান করে থামলেন তিনি। এই সময়ে এই ফরম্যাটে ৭২টি ডিসমিসালও করেন মুশফিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
তিনি তার ফেসবুক ভেরিফাইড পেইজে লিখেছেন, “সবাইকে সালাম এবং শুভেচ্ছা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য”-লিখেছেন মুশফিক তবে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাবেন তিনি। এ প্রসঙ্গে মুশফিক জানান,“বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে।” পাশাপাশি দীর্ঘ ১৬ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি মিস্টার ডিপেন্ডেবল। “দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ